জেলা প্রতিনিধি(বরিশাল) :
বরিশালে আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে নগরীর আবাসিক হোটেল স্বাগতমে অভিযান চালানো হয়। এ সময় হোটেল মালিকের ছেলে মেহেদি হাসান (১৯)-কে ২১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
অভিযানে অংশ নেন এএসআই আবদুল কাইয়ুম, এএসআই আমিনুল, এটিএসআই মো. মাহবুব ও ফোর্স সদস্যরা। দীর্ঘদিন ধরে হোটেলটিতে নারী ও মাদক ব্যবসার অভিযোগ ছিল বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আসামির বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই গোলাম মো. নাসিম হোসেন বলেন, ওসি মিজানুর রহমান স্যারের দিকনির্দেশনা অনুযায়ী মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান চালাচ্ছি। ইতিমধ্যেই কেডিসি কলোনির মতো মাদকের হটস্পটে ব্যবসায়ী ও সেবনকারীদের উপস্থিতি কমেছে। এলাকায় আগের তুলনায় অনেকটাই মাদক নিয়ন্ত্রণে এসেছে। এ অভিযান চলমান থাকবে।