বরিশাল জেলা প্রতিনিধি:
বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে ৫০০ টাকার ২৮টি জালনোটসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (০১ জুলাই) রাত আনুমানিক ২:৩০ মিনিটে কোতয়ালী মডেল থানাধীন বাসস্ট্যান্ড সংলগ্ন লিলি পেট্রোল পাম্পের বিপরীতে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের মেহেদী স্টোরের সামনে অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন এসআই মোঃ কামাল হোসেন। তাঁর সঙ্গে ছিলেন এএসআই মোঃ জাকির হোসেন, এএসআই মোঃ আনোয়ার হোসেন (বিপিএম), কনস্টেবল মোঃ ফাহাদ হোসেন, মোঃ রাশেদ, মোঃ সালাউদ্দিন ইমরান এবং মোঃ আহসান হাবিব সবুজ।
অভিযানে আটক করা হয় মোঃ আল আমিন ফরাজী (৪০), পিতা-মোঃ দেলোয়ার হোসেন ফরাজী, মাতা-মোসা: শাহনাজ বেগম, সাং- আংগারিয়া, ২ নং ওয়ার্ড, থানা-দুমকী, জেলা-পটুয়াখালী।
তার কাছ থেকে ৫০০ টাকার ২৮টি জালনোট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।