বরিশাল জেলা প্রতিনিধি:
বরিশালে বরিশাল-ভোলা মহাসড়কের পাশে পলিথিনে মোড়ানো, হাত-পা বাঁধা এক এসিডদগ্ধ নারীকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। রবিবার ভোরে বন্দর থানাধীন তালুকদারহাট এলাকার সড়কের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ব্যবসায়ীরা দোকানে যাওয়ার সময় পলিথিনে মোড়ানো অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকা এক নারীর শরীর থেকে যন্ত্রণার শব্দ শুনতে পান। পরে তারা পুলিশে খবর দেন। খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নারীকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) দেলোয়ার হোসেন বলেন,ভোরে স্থানীয়দের সহযোগিতায় এসিডদগ্ধ এক নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তার পরিচয় জানা যায়নি। জ্ঞান ফেরার পর বিস্তারিত জানা যাবে।
শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, ভিকটিমের বয়স আনুমানিক ২৭-২৮ বছর। তার শরীরের বিভিন্ন অংশে এসিডে ঝলসে যাওয়া গভীর ক্ষত রয়েছে। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কে বা কারা এই নৃশংস ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করছে পুলিশ।