বরিশালে পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় ৫টি পাইপ গান উদ্ধার, এলাকাজুড়ে আতঙ্ক

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

বরিশাল জেলা প্রতিনিধি:

বরিশালের বাবুগঞ্জে একটি পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় ৫টি পাইপগান উদ্ধার করেছে বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশ। এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রহমতপুর ইউনিয়নের খানপুরা ইউনিয়ন পরিষদের পেছনের খান বাড়ির পুকুর থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।দুপুর ৩টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ–পুলিশ কমিশনার (উত্তর) সুশান্ত সরকার।

তিনি জানান, ইউনিয়ন পরিষদ সংলগ্ন স্থানীয়রা পরিষদের পিছনে একটি পুকুরের পাড়ে একটি বাজারের ব্যাগে মোড়ানো অবস্থায় কোন বস্তু সাদৃশ্য দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে এয়ারপোর্ট থানা পুলিশ এসআই বাসুদেবের নেতৃত্বে অভিযানিক টিম ঘটনাস্থলে এসে রহমতপুর ইউনিয়ন পরিষদের পেছনের পুকুরের পাড়ে বস্তায় মোড়ানো অবস্থায় পাঁচটি পাইপ গান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। পরে সেগুলো এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এয়ারপোর্ট থানার ওসি মো. জাকির হোসেন সিকদার বিষয়টি নিশ্চিত করে জানান, দেশব্যাপী ‘অপারেশন ডেভিল হান্ট’ চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় আমরা এয়ারপোর্ট থানা পুলিশ সারারাত থানা সংশ্লিষ্ট এলাকা গুলোতে অভিযান পরিচালনা করি। তখন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রহমতপুর ইউনিয়ন পরিষদের পেছনের পুকুরের পাড়ে পরিত্যক্ত অবস্থায় একটি বস্তার মধ্যে থাকা থাকা ৫টি দেশীয় প্রযুক্তির পাইপ গান উদ্ধার করি। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Contact with your
Creative & Technology Partner

Advertisement