বাটারফ্লাই মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন আশিকুর রহমান

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

রফিকুল ইসলাম (স্টাফ রিপোর্টার)

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত প্রজাপতি মেলা ২০২৪-এ জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক লেখালেখির জন্য আশিকুর রহমান সমীকে ‘বাটারফ্লাই মিডিয়া অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে।

শুক্রবার ( ৬ ডিসেম্বর) জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। বাংলাদেশের আন্তঃদেশীয় সীমান্ত এলাকার প্রজাপতি নিয়ে তার গবেষণামূলক নিবন্ধটি সমকাল পত্রিকায় প্রকাশিত হওয়ার পর এটি এই পুরস্কারের জন্য নির্বাচিত হয়।

তরুণ বন্যপ্রাণী গবেষক আশিকুর রহমান সমী দীর্ঘদিন ধরে জীববৈচিত্র্য এবং প্রজাপতি সংরক্ষণ নিয়ে নিবন্ধ রচনা করছেন। তার গবেষণালব্ধ ফলাফলগুলো গণমাধ্যম, ম্যাগাজিন, এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রকাশ করে তিনি পরিবেশ সুরক্ষায় অবদান রেখে চলেছেন। এ পর্যন্ত তিনি বাংলাদেশের প্রাণ-প্রকৃতি নিয়ে শতাধিক নিবন্ধ লিখেছেন। তার লেখাগুলোতে জীববৈচিত্র্যের অজানা তথ্য, পরিবেশের সমস্যা ও তার সমাধান সুস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।

আশিকুর রহমান সমী ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে স্নাতক এবং ২০২০ সালে বন্যপ্রাণী জীববিদ্যায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। দেশের প্রান্তে প্রান্তে ঘুরে জীববৈচিত্র্য নিয়ে গবেষণা করেছেন তিনি। দেশি ও আন্তর্জাতিক জার্নালে তার অসংখ্য বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। আশিকুর রহমান সমী বাংলাদেশের প্রাণীর তালিকায় নতুন এক ডজন প্রজাতির তথ্য যোগ করার জন্য সুপরিচিত।

তার বাংলা ভাষায় লেখা নিবন্ধগুলো জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব কাজের জন্য তিনি দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সম্মাননা পেয়েছেন। জীববৈচিত্র্য সংরক্ষণ ও গবেষণায় তিনি আজীবন কাজ করতে চান এবং তার গবেষণার গল্প বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement