খেলাফত হোসেন খসরু, পিরোজপুর:
পিরোজপুরে জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ সিকদারকে (৩১) বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছে র্যাব-৮। সে শহরের কুমারখালী এলাকার শাহাদাৎ সিকদার এর পুত্র। বুধবার ভোরের দিকে শহরের নামাজপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর সোহেল রানা।
তিনি বলেন, র্যাব-৮ এর একটি টিম অভিযান চালিয়ে পৌর শহর এলাকায় অভিযান চালিয়ে সোহাগ সিকদারকে আইনের আওতায় আনা হয়। এসময়ে তার কাছে একটি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলি পাওয়া যায়। তার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় অপহরণ, দস্যুতা, মাদক, চুরি, মারামারি ও নাশকতার অপরাধে ১৭ টি মামলা রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সদর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়ের এবং আসামীকে পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম চলছিল।