বিরামপুরে উদ্ধার হওয়া শিশুটি এখন মায়ের কোলে

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি :

বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসমিন আওনের আন্তরিক প্রচেষ্ঠায় অবশেষে উদ্ধার হওয়া শিশুটি এখন মায়ের কোলে।

১৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুরে বিরামপুর থানা পুলিশ ও বিরামপুর সমাজ সেবা অফিসার আব্দুল আউয়াল, বিরামপুর বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে  নওগাঁ জেলার  সাপাহার উপজেলার সাপাহার গ্রামের মমিনুল হকের স্ত্রী ও উদ্ধার হওয়া শিশুটির মা সাবিনা ইয়াসমিনের নিকট হস্তান্তর করেন।

১৭ সেপ্টেম্বর নীলসাগর এক্সপ্রেস ট্রেনে (ঢাকা থেকে পঞ্চগড়গামী) সাদিক নামে ৫ বছর বয়সী পথহারা শিশুটিকে সেকেন্দার আলী উদ্ধার করে বিরামপুর থানায় পৌছে দেয়।

বিরামপুর থানার সেকেন্ড অফিসার এস.আই এরশাদ মিয়া জানান, শিশুটির প্রকৃত অভিভাবক না পাওয়া পর্যন্ত তাকে থানার নারী,শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প ডেক্সের তত্ত্বাবধানে রাখা হয়েছিল।

শিশুটি হারিয়ে যাওয়ার খবরটি ইউএনও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের পর ১৯ সেপ্টেম্বর তার মা  বিরামপুর থানায় এসে শিশু সাদিককে নিয়ে যান ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *