বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় রিজিলিয়ান্ট আরবান এন্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট এর আওতায় বিরামপুর পৌরসভায় ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্লান এবং ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান শীর্ষক এক কর্মশালা আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিরামপুর পৌরসভা হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন, বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নুজহাত তাসনিম আওন।
কর্মশালায় বক্তারা বলেন, দেশের দক্ষিণ-পূর্ব অঞ্চলের পৌরসভা গুলোকে উত্তর পশ্চিম অঞ্চলের পৌরসভার সাথে সংযুক্ত করার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি স¤প্রসারণ, গ্রামীণ ও নগর এলাকার মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং জলবায়ু সহনশীল নগর ব্যবস্থাপনা গড়ে তোলাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য।
এই প্রকল্পের মাধ্যমে নগর পরিষেবা সমূহ উন্নয়ন, প্রকল্প এলাকার নাগরিকদের জীবনমান উন্নত, টেকসই নগর উন্নয়ন সহ দরিদ্র জনগোষ্ঠীর জন্য মৌলিক জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। প্রথম পর্যায়ে প্রকল্পটি প্রথম ছয় বছরে ৮১টি পৌরসভা ও ছয়টি সিটি কর্পোরেশনে বাস্তবায়িত হবে, যা বাংলাদেশের ৩৬টি জেলাকে অন্তর্ভুক্ত করেছে। এজন্য ব্যয় ধরা হয়েছে ৫,৮০১.২২ (পাঁচ হাজার আট’শ এক দশমিক বাইশ) কোটি টাকা। #