মোঃ শাহ্ আলম মন্ডল, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জুন) বিকেল ৫টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
“প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখন সময়” প্রতিপাদ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা রুনা লায়লা, যুব উন্নয়ন অফিসার এনামুল হক চৌধুরী, মৎস্য কর্মকর্তা সালমা আক্তার সুমি, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মামুনুর রশীদ, বিরামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অদ্বৈত কুমার অপু, বিএম কলেজের অধ্যক্ষ রেজাউল করিম এবং বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক আলম মন্ডল প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা প্লাস্টিকের দূষণ বন্ধে পরিবেশের উপর প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব নিয়ে এবং প্লাস্টিক পণ্যের ব্যবহার কমিয়ে আনতে জনগণকে সচেতন করার বিষয়ে গুরুত্বারোপ করেন।