সোহেল আহাদ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ায় উঠোনে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) সকাল ১০ টার দিকে সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিহাইর পশ্চিমপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত মরিয়ম আক্তার (সাড়ে ৩ বছর) সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়ন পরিষদের বিহাইর গ্রামের পশ্চিমপাড়া এলাকার মো. কাউসার মিয়ার মেয়ে ও একই উপজেলার ধানসার গ্রামের শাহেদ মিয়ার মেয়ে সাহিদা আক্তার (আড়াই বছর)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. মোজাফফর হোসেন জানান, বৃহস্পতিবার সকালে নাটাই উত্তর ইউনিয়নের বিহাইর পশ্চিমপাড়া এলাকায় বাড়ির উঠানে খেলা করছিলো দুই শিশু। খেলতে খেলতে বাড়ির পাশে থাকা পুকুরে পড়ে যায়। স্থানীয়রা ও পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। পরে কোথাও তাদের খুঁজে পাওয়া যায়নি। পরে বাড়ির পাশে পুকুর থেকে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, শিশু শাহিদা আক্তার তার নানার বাড়ি বিহাইর গ্রামে ঈদের ছুটিতে বেড়াতে এসেছিল। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।