ভান্ডারিয়ায় এনসিপি’র সমন্বয় কমিটি গঠন, এলাকাবাসীর মাঝে সৃষ্টি করেছে নানান প্রশ্ন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

আমাদের কণ্ঠ প্রতিবেদকঃ

পিরোজপুর জেলার ভান্ডারিয়ায় এনসিপি’র সমন্বয় কমিটি গঠন নিয়ে এলাকাবাসীর মাঝে সৃষ্টি হয়েছে নানা কৌতুহল। দেখা দিয়েছে একাধিক প্রশ্ন। দেশের বেশ কিছু উচ্চশিক্ষিত ছাত্রদের সমন্বয়ে সদ্য গঠিত একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠালগ্নেই এমন অনিয়ম  এলাকাবাসীর মাঝে যোগিয়েছে হাসির খোরাক। এর অন্যতম কারন কমিটিতে এলাকার বাইরের লোকের অন্তর্ভুক্তি। শিক্ষিত ও রাজনৈতিক পরিবারের সন্তানদের পেছনে ফেলে অশিক্ষিত ও অরাজনৈতিক কিছু লোকদের সামনের সারিতে রেখে কমিটি করাসহ আরো নানাবিধ কারন। কমিটিতে মূল নেতৃত্বকে বাইরে রেখে কমিটির উচ্চ পর্যায়ের পদে যাদেরকে রাখা হয়েছে এ নিয়ে এলাকাবাসীর মাঝে দেখা দিয়েছে নানা প্রশ্ন। আবার  কেউ কেউ এটাকে হাস্যরসের কমিটি হিসেবেও আখ্যায়িত করেছেন।

স্থানীয়রা জানায়, প্রধান সমন্বয়কারিকে এলাকার কোন ব্যাক্তি চিনেনা। তাছাড়া কমিটির যুগ্ম সমন্বয়কারি মো. আসাদুজ্জামান,বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার লোক। আরেক যুগ্ম সমন্বয়কারি মো. কবির হোসেন হাওলাদার জাতীয় পার্টি জেপি মঞ্জু গ্রুপের যুগ্ন আহ্বায়ক।

অপর দিকে কমিটির নিম্নপদে থাকা মো.মনির উজ্জামান ফরাজি, মো. ছিদ্দিক হাওলাদার (আওয়ামী লীগের দোসর পান্না চেয়ারম্যনের একান্ত কর্মী) এনামুল হক মিন্টু, মেজবাহ উদ্দিন রাসেল, বেল্লাল জোমাদ্দার, চঞ্চল জোমাদ্দারসহ আরো অনেকে রয়েছেন। যারা রাজনৈতিক পরিবারের ও উপজেলায় প্রভাবশালী লোক। এই সমস্ত লোক কমিটিতে থাকা সমন্বয়কারিদের সাথে রাজনীতি করতে অপরগতা প্রকাশ করেছেন। কারন এদের সাথে রাজনীতি করলে তাদের আত্মসম্মানে ব্যাঘাত ঘটে। সুতরাং উল্লেখিত কমিটি নিয়ে পুন:বিবেচনার দাবি জানিয়েছেন স্থানীয় রাজনৈতিক বোদ্ধারা।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Contact with your
Creative & Technology Partner