রেজাউল করিম খান:
ভোট নেওয়ার নামে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য পায়তারা করছে একটি দল। সিরাজগঞ্জে সাবেক এমপি রুমানা মাহমুদ বলেন, ভোট দিলে পাল্লায়, পাবে আল্লাহ, এ কথা বলা শিরকের শামিল। আল্লাহ ছাড়া কেউ জানে না কে জান্নাতে যাবে। তাই এমন কথায় মানুষকে বিভ্রান্ত করা ইসলামের শিক্ষা বিরোধী বলে মন্তব্য করেন সিরাজগঞ্জ-২ সদর, কামারখন্দ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ।
শনিবার দুপুরে সিরাজগঞ্জ পৌর ভাসানী মিলনায়তন সবুজ চত্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ শাখার উদ্যোগে দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও র্যালি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির এসব কথা বলেন।রুমানা মাহমুদ বলেন,ওলামা দল শুধু উপদেশ দেয় না, কাজের মাধ্যমে তার প্রমাণ দেয়। বিএনপির এখন সবচেয়ে বেশি প্রয়োজন ওলামা দলের নৈতিক দিক নির্দেশনা। কারণ এই সংগঠনের মধ্যে দুর্নীতি নেই, আছে দেশপ্রেম ও ইসলামের প্রতি দায়বদ্ধতা।
বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল সিরাজগঞ্জ শাখার আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য হাফেজ মাওলানা মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মাওলানা মো. আবুল হোসেন বলেন, ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমানকে হত্যার পর তাঁর জানাজায় অল্প কয়েকজন মানুষ অংশ নিলেও ১৯৮১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জানাজায় লাখো মুসুল্লি অংশ নেন। দেশের আলেম-ওলামারা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করেন।
অনুষ্ঠানটি পৌর ভাসানী মিলনায়তন সবুজ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে এসএস রোড হয়ে বাজার স্টেশনের স্বাধীনতা স্কয়ারে গিয়ে শেষ হয়। এতে সিরাজগঞ্জ সদর, কাজিপুর, রায়গঞ্জ, তাড়াশ, উল্লাপাড়া, শাহজাদপুর, এনায়েতপুরসহ বিভিন্ন উপজেলা ও থানা ওলামা দলের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সভায় যোগ দান করেন