মঠবাড়িয়ায় বণিক সমিতির কমিটি ঘোষণার প্রতিবাদে মানববন্ধন 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

এজাজ চৌধুরী , মঠবাড়িয়া প্রতিনিধিঃ

পিরোজপুরের মঠবাড়িয়ায়  রাতের আঁধারে অগণতান্ত্রিক ভাবে মঠবাড়িয়া বাজার বণিক সমিতির কার্যনির্বাহী কমিটি গঠন করার প্রতিবাদে মানববন্ধন করেছে বাজারের ব্যবসায়ীরা। শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় মঠবাড়িয়া পৌরসভার সামনে বাজারের সর্বস্তরের ব্যবসায়ীদের ব্যানারে মনববন্ধন করা হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন মঠবাড়িয়া পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ, ব্যবসায়ী নেতা সামসুল আলম খোকা, ব্যবসায়ী ওয়ালিউল ইসলাম, ব্যবসায়ী জাকির খান, ব্যবসায়ী আবুল কালাম আজাদ প্রমুখ।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, সম্পূর্ণ অগণতান্ত্রিক প্রক্রিয়ায় রাতের আঁধারে মঠবাড়িয়া বাজার বণিক সমিতির একটি কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। যেখানে ব্যবসায়ীদের বাদ দিয়ে বাহিরের লোকদিয়ে কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ তাদের। অগণতান্ত্রিক একতরফা ভাবে ঘোষণা দেয়া কমিটিকে বাদ দিয়ে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের মাধ্যমে মঠবাড়িয়া বাজার বণিক সমিতির কার্যনির্বাহী কমিটি গঠন করার দাবি জানান বক্তারা।

উল্লেখ্য, চলতি বছরের ৩০ জানুয়ারি ২৯ সদস্য বৈশিষ্ট্য একটি কমিটি ঘোষণা করা হয়। যেখানে কমিটির অনেক সদস্যই ব্যবসায়ী না বলে অভিযোগ রয়েছে। এর পরপরই মঠবাড়িয়ার ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। মঠবাড়িয়া বাজারে প্রায় ৩ হাজার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement