মঠবাড়িয়ায় যৌতুকের দাবীতে স্ত্রীকে মারধর, আদালতে মামলা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

খেলাফত হোসেন খসরু, পিরোজপুর:

পিরোজপুরের মঠবাড়িয়ায় যৌতুকের স্ত্রীকে মারপিটের অভিযোগে হনুফা (৪৫) নামে এক নারী বাদি হয়ে স্বামী বাদল (৫০) এর বিরুদ্ধে গত ২৪  সেপ্টেম্বর আদালতে মামলা করেছেন। মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রে মো. আতিকুজ্জামান শুনানী শেষে আসামীর প্রতি সমন জারি করেন। ৭ নভেম্বর বৃহস্পতিবার মামলার ধার্য তারিখ রয়েছে বলে আইনজীবি আব্দুস সালাম নিশ্চিত করেন। বাদল উপজেলার বেতমোর রাজপাড়া গ্রামের মৃত. পনু খায়ের ছেলে।

মামলা সূত্রে জানা যায়,  প্রথম স্বামী মারা যাবার পর উপজেলার ভোলমারা গ্রামের হানিফ সরদারের মেয়ে হনুফা ২০ বছর আগে বাদল এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। হনুফা পূর্বের স্বামীর বালু ব্যবসা ছিলো। তাদের দুই সন্তান দেখভালোর জন্য দ্বিতীয় স্বামী বাদলকে ওই বালুর ব্যবসা বুঝিয়ে দেন। কুট বুদ্ধির বাদল পর্যায়ক্রমে বালুর ব্যবসা থেকে ৫ লাখ টাকা আত্মসাৎ করেন। এমনকি একটি ট্রলারও বিক্রি করে টাকা আত্মসাৎ করেন। ইতোমধ্যে তাদের ঘরে রাব্বি নামে একটি পুত্র সন্তান জন্ম নেয়। বর্তমানে ওই ছেলের বয়স ৫ বছর। সব কিছু বিক্রি করার পর ২ লাখ টাকা যৌতুক দাবী করেন বাদল। এতে রাগ করে হনুফা পৌর শহরে ভাড়া বাসা নিয়ে বসবাস শুরু করেন। যখন তার সংসার একবারেই অচল তখন গত ২১ সেপ্টেম্বর বাদলের বাড়িতে গিয়ে ভরণ পোষন চাইলে আবারও ২ লাখ টাকা যৌতুক দাবী করেন। হনুফা অপারগতা প্রকাশ করলে মারধর করে তাড়িয়ে দেয়।

মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আইনজীবি আব্দুস সালাম বলেন, বিজ্ঞ আদালত ন্যায় বিচার করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *