মঠবাড়িয়া সৌদিপ্রবাসীকে আটকে মুক্তিপণ দাবি, ছাত্রদল নেতা আটক

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

এজাজ চৌধুরী, মঠবাড়িয়া প্রতিনিধিঃ

পিরোজপুরের মঠবাড়িয়ায় সৌদিপ্রবাসী এক তরুণকে আটকে রেখে মোবাইলে মুক্তিপণ দাবি করার অভিযোগে মো. নাঈম হোসেন (তাজ নাঈম) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ।

মুক্তিদপণ দাবি করে বিকাশ নম্বর দেওয়া মোবাইল নম্বরের সাথে ওই ছাত্রদল নেতার মোবাইল নম্বর মিলে যাওয়ায় বৃহস্পতিবার (২৬ জুন) দিনগত রাত দশটার দিকে পুলিশ তাকে আটক করে।

অভিযুক্ত নাঈম হোসেন পার্শ্ববর্তী বাগেরহাটের শরণখোলা উপজেলার মো. শাহ আলমের ছেলে। সে মঠবাড়িয়া সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক।

ভুক্তভোগী প্রবাসী তরুণ রিয়াজুল ইসলাম রণি মঠবাড়িায় উপজেলার পাঁচশতকুড়া গ্রামের খালেক হাওলাদারের ছেলে। সে গত চার বছর ধরে সৌদি আরবে অবস্থান করছে।

থানা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার পাঁচশতকুড়া গ্রামের খালেক হালাদারের ছেলে রিয়াজুল ইসলাম গত চার বছর আগে কাজে সৌদি আরব যান। সম্প্রতি তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায় ফলে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

গত ২৪ জুন আল আমিন নামে সৌদিপ্রবাসী এক আত্মীয়র মোবাইল নম্বরে কল দিয়ে একটি চক্র রিয়াজুল আটক আছে বলে জানিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। তাকে একটি বিকাশ নম্বরও দেয় চক্রটি।

পরে প্রবাসী ওই আত্মীয় বিষয়টি অপহৃত রিয়াজুল ইসলামের পরিবারকে মোবাইলে কল দিয়ে বিষয়টি জানান। তিনি অপহরণকারী চক্রের দেওয়া বিকাশ নম্বরটিও অপহৃত রিয়াজুলের পরিবারকে জানিয়ে দেন। পরে পরিবারের সদস্যরা ২০ হাজার টাকা ওই বিকাশ নম্বরে পাঠান। বাকি ৩০ হাজার টাকার জন্য কয়েকদিন সময় চান।

এ ঘটনায় অপহৃত প্রবাসী রিয়াজুল ইসলামের দুলাভাই মো. ইসমাইল আকন তার প্রবাসী শ্যালকের অপহরণের বিষয়ে মঠবাড়িয়া থানায় একটি সাধার ডায়রি করেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অপহরণকারী চক্রের দেওয়া বিকাশ নম্বরটি তথ্য-প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করে নিশ্চিত হন।

সে অনুযায়ী বৃহস্পতিবার দিবাগত রাতে মঠবাড়িয়া পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দলীয় কর্মসূচি শেষে ফেরার পথে ছাত্রদল নেতা নাঈম হোসেনকে পুলিশ আটক করে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুলাহ আল মামুন বলেন, তথ্য-প্রযুক্তির মাধ্যমে নাঈমকে আটক করা হয়েছে। তবে ভুক্তভোগী পরিবার হতে এখনও কেউ লিখিত অভিযোগ দেয়নি। ওই প্রবাসীর পরিবার জানিয়েছে সৌদি আরবে আটক প্রবাসী তরুণকে ছেড়ে দিয়েছে চক্রটি।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Contact with your
Creative & Technology Partner