সুমন ভট্টাচার্য
ময়মনসিংহ জেলার ত্রিশালে ২ হাজার টাকা ধার নেওয়াকে কেন্দ্র করে নুর মোহাম্মদ (২৪) নামে এক যুবককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি মোঃ সাদেক মিয়া (৩৫) কে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিএসসি ময়মনসিংহ।
ত্রিশাল থানায় নিহতের বড় ভাই মোঃ খলিলুর রহমান (২৫) একটি হত্যা মামলা দায়ের করেন। এজাহারে তিনি উল্লেখ করেন, নিহত নুর মোহাম্মদ ও আসামী সাদেক মিয়া একই এলাকায় একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। নিহত ব্যক্তি আসামির কাছ থেকে ২ হাজার টাকা ধার নেন। এ নিয়েই তাদের মধ্যে মনোমালিন্য দেখা দেয়।
ঘটনার দিন ২৫ জুন সন্ধ্যায় আসামিরা নুর মোহাম্মদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাতে সে আর বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন ২৬ জুন সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পশ্চিম বালিপাড়া এলাকার একটি ডোবায় নুর মোহাম্মদের অর্ধ-ডুবন্ত লাশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় ত্রিশাল থানায় একটি হত্যা মামলা (নং-৩৮, তারিখ: ২৬/০৬/২০২৫; ধারা: ৩০২/২০১/৩৪) দায়েরের পর র্যাব ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় ২৮ জুন ভোর ৪টা ৩০ মিনিটে ত্রিশাল থানা এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি মোঃ সাদেক মিয়াকে গ্রেফতার করা হয়।
পরে গ্রেফতারকৃত আসামিকে ত্রিশাল থানায় হস্তান্তর করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১৪, সিপিএসসি ময়মনসিংহ।