ময়মনসিংহে চাঁদাবাজি বন্ধের দাবিতে ক্লিনিক মালিকদের স্মারকলিপি

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

সুমন ভট্টাচার্য ময়মনসিংহ

চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন ময়মনসিংহের বেসরকারি ক্লিনিক মালিকরা। সোমবার (১৬ জুন) দুপুরে ময়মনসিংহ জেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির ব্যানারে এই স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে কিছু অসাধু ব্যক্তি ও চাঁদাবাজ চক্র বিভিন্নভাবে ক্লিনিক মালিকদের নানাভাবে হুমকি-ধামকি দিয়ে অবৈধ অর্থ দাবি করছে। এতে সেবাখাত ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সাধারণ রোগীরা ভোগান্তিতে পড়ছে।

ক্লিনিক মালিকরা বলেন, যদি অবিলম্বে এসব চাঁদাবাজির ঘটনায় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ না করা হয়, তবে তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন।

জেলা প্রশাসক মুফিদুল আলম স্মারকলিপি গ্রহণ করে আশ্বাস দেন যে, প্রশাসন সবসময় সেবামূলক প্রতিষ্ঠানের পাশে রয়েছে এবং যেকোনো ধরনের চাঁদাবাজি বা হয়রানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন ময়মনসিংহের জ্যেষ্ঠ সহসভাপতি শামসুদ্দোহা মাসুম বলেন, ‘আমরা আশা করব, প্রশাসন চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবে। তা না হলেও আমার কঠোর কর্মসূচিতে যাব।’

এ ছাড়া সংগঠনের পক্ষ থেকে চাঁদাবাজির দৌরাত্ম্য কমাতে কার্যকর পদক্ষেপের দাবিতে আগামীকাল মঙ্গলবার মানববন্ধন ও পরবর্তী সময়ে বেসরকারি হাসপাতাল ক্লিনিক বন্ধ রেখে ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

জানা যায়, চাঁদা দাবি করে গত শনিবার নগরীর বাঘমারা এলাকায় শাপলা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা করে একদল দুর্বৃত্ত। এ সময় প্রতিষ্ঠানের মালিক মো. হারুন অর রশিদকে মারধর করে জখম করা হয়।

এ ঘটনার পর জেলা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা সিনিয়র সহসভাপতি শামসুদ্দোহা মাসুমের সভাপতিত্বে স্বদেশ হাসপাতাল কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা চাঁদাবাজদের দৌরাত্ম্য চরম আকার ধারণ করায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত হচ্ছে বলে মতামত ব্যক্ত করেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Contact with your
Creative & Technology Partner

Advertisement