সুমন ভট্টাচার্, ময়মনসিংহ
বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে পরিবেশ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জুন) অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ মোহাম্মদ আতাউল কিবরিয়া এবং পুলিশ সুপার কাজী আশরাফ উল আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির পরিচালক (প্রশিক্ষণ) ড. ফরিদ আহমেদ, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক শেখ মো. নাজমুল হুদা এবং অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইউসুফুল আলম।
আলোচনায় বক্তারা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পরে পরিবেশ বিষয়ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।