কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজার শহরের পশ্চিম বড়ুয়া পাড়ায় (৬ নম্বর ওয়ার্ড) মাদকের টাকা দিতে না পারায় মা’কে কুপিয়ে হত্যা করেছে ছেলে। হত্যা’র পর নিজেই থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে ওই যুবক।
এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটিয়েছে হোসাইন মোহাম্মদ আবিদ (২৮) নামের এক যুবক। তিনি ওই এলাকার নিয়াজ আহমেদের ছেলে। নিহত নারী হলেন আনোয়ারা বেগম মেরী (৫৫)।
শুক্রবার (২২ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে এ হত্যাকাণ্ড ঘটে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান।
স্থানীয় বাসিন্দা এবং ঘটনাস্থলে যাওয়া সদর থানার উপপরিদর্শক (এসআই) সৌরভের তথ্য অনুযায়ী, আবিদ প্রায়ই মাদকের টাকার জন্য মাকে নির্যাতন করত। সর্বশেষ গত রাতে টাকা না পেয়ে মাকে নৃশংসভা’বে কুপিয়ে হত্যা করে।
হত্যাকাণ্ডের সময় ঘরে শুধু আবিদ ও তার মা উপস্থিত ছিলেন। আবিদের বাবা নিয়াজ আহমেদ চিকিৎসার জন্য চট্টগ্রামে মেয়ের বাসায় অবস্থান করছেন।
পুলিশ জানায়, নিহত নারীর মুখ, মাথা এবং হাতে ধারালো অ’স্ত্রে’র আঘাত রয়েছে। হত্যা’র পর ঘরের দরজা বাইরে থেকে তালা লাগিয়ে আবিদ নিজেই থানায় গিয়ে হ’ত্যার ঘটনা জানান।
কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান বলেন, “শহরের বড়ুয়া পাড়ায় একজন নারীকে কুপিয়ে হত্যা’র ঘটনায় আবিদ নামে একজনকে আটক করা হয়েছে। হ’ত্যার পেছনের কারণ জানতে তদন্ত চলছে। মরদে’হ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।