শহিদুল ইসলাম খোকন, গাইবান্ধা:
গাইবান্ধা বিএনপির কার্যালয় ভাংচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরন মামলায় সাবেক সংসদ সদস্য মাহবুব আরা বেগম গিনি কে বুধবার( ৯ অক্টোবর) গাইবান্ধা অতিরিক্ত চীপ জুডিশিয়াল ম্যাজিস্টের আদালতে হাজির করা হয়।সরকার পক্ষের আইনজীবী ৭ দিনের রিমান্ড চাইলেই আদালত রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আশুলিয়ায় আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রবিউস সানি শিপু হত্যাচেষ্টা মামলায় গত ৩০ সেপ্টেম্বর ঢাকা মহানগর (ডিবি) তাকে গ্রেফতার করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিএনপির কার্যালয় ভাংচুর, অগ্নিসংযোগ ও হত্যার চেস্টায় গাইবান্ধা সদর থানা সাবেক দুই সংসদ সদস্য মাহবুব আরা বেগম গিনি ও শাহ সারোয়ার কবিরকে হুকুমের আসামী করে ৩৬৪ জন নেতা-কর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে ও অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ২০০ থেকে ২৫০ জনকে।গত ৮ অক্টোবর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে গিনিকে গাইবান্ধা জেলা কারাগারে আনা হয়।কারা কর্তৃপক্ষে তাকে বুধবার চিপ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে হাজির করেন।
সরকার পক্ষের আইনজীবী এ্যাড.মিজানুর রহমান মিজান,গাইবান্ধা জেলা বিএনপি অফিস ভাংচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের হুকুম দাতা তথাকথিত স্বৈরাচারী ফ্যাসিবাদি সরকারের সাংসদ গিনির সাত দিনের চেয়ে পাইনি। এখনো আওয়ামী দোসরেরা বিচার ব্যবস্থাকে অকার্যকর করার জন্য গাপটি মেরে বসে আছে।অতি দ্রুত তাদেরকে আইনের আওতায় আনা প্রয়োজন।