রংপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার-৫

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

হারুন-অর-রশিদ বাবু, রংপুর

রংপুরের পীরগাছা থানা পুলিশের বিশেষ অভিযানে ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার সহ চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে। শুক্রবার, রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাব-ইন্সপেক্টর শফিকুল ইসলাম আকন্দের নেতৃত্বে  জেলার বিভিন্ন এলাকায়  অভিযান পরিচালনা করে ৩টি মোটরসাইকেল উদ্ধার সহ চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের সাতভিটা এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে আব্দুল মোন্নাফ (৩৪), ইসমাঈল হোসেনের ছেলে হাসেম আলী(৩৫), গাইবান্ধা জেলার সাদুল্লাহপুর দশলিয়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে মামুন মিয়া (৩০,পশ্চিম মান্দুয়ার পাড়া এলাকার ওসমান গনির ছেলে বাদশা মিয়া(৩০),দক্ষিণ মান্দুয়ার পাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে শহিদুল ইসলাম (৩০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়,গ্রেফতারকৃতরা মোটর সাইকেল চোর চক্রের সদস্য। তারা চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি)নুরে আলম সিদ্দিকী জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই শফিকুল ইসলাম আকন্দের নেতৃত্বে জেলার বিভিন্ন এলাকায়  অভিযান পরিচালনা করে ৩টি মোটরসাইকেল উদ্ধার সহ চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। পীরগাছা থানা পুলিশের এমন অভিযান অব্যহত রয়েছে। পূর্বের উদ্ধারকৃত মোটরসাইকেল ২টি ও বর্তমান উদ্ধারকৃত মোটরসাইকেল ৩ টি, মোট উদ্ধারকৃত ৫টি মোটর সাইকেল থানা হেফাজতে রয়েছে। প্রকৃত মালিকককে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পীরগাছা থানায় যোগাযোগ করার জন্য আহবান জানান তিনি।এই রিপোর্ট লেখা পর্যন্ত অভিযান অব্যহত রয়েছে।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Contact with your
Creative & Technology Partner

Advertisement