রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ই অক্টোবর) উপজেলা কৃষি অফিসার কার্যালয়ে উপজেলার বিভিন্ন এলাকার ৬ শতাধিক কৃষকের মাঝে উন্নত জাতের প্রত্যেককে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আফরোজা সুলতানা, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ আফরিন আক্তার ফারিয়া, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ সোনিয়া চৌধুরী, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা একেএম মকসুদুল আবেদীন, কৃষক আব্দুল মতিন, রমজান উদ্দিন চৌধুরী রাসেল প্রমূখ। সভা শেষে কৃষকদের মাঝে বীজ ও সার তুলে দেন অতিথিবৃন্দ।