সাকিবের ব্যাপারে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলতে চান অধিনায়ক শান্ত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

পাকিস্তান সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে দলের সঙ্গে  দেশে না ফেরে করাচি থেকেই লন্ডনগামী ফ্লাইট ধরেছেন সাকিব আল হাসান।  তিনি লন্ডনের সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলবেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে  সরকার পতনের পর হত্যা মামলার আসামি হয়েছেন সাকিব আল হাসান। পাকিস্তানে তাঁর টেস্ট   খেলা নিয়ে,না নিয়ে চলছিলো আলোচনা–সমালোচনা। তবে নিজের খারাপ সময়ে সতীর্থদের পাশে পাচ্ছেন তিনি।

পাকিস্তানে সফল মিশন শেষে দেশে ফিরে গণমাধ্যমের মুখোমুখি হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেখানে সাকিবকে নিয়ে কথা বলেন টাইগার অধিনায়ক। সুযোগ পেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাকিবের ব্যাপারে কথা বলবেন।

বিমানবন্দরে গণমাধ্যমকে শান্ত বলেন, ‘সাকিব ভাইয়ের ব্যাপারটি ভিন্ন। তবে প্রতিটা খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছে। সবাই জানি সাকিব ভাই খেলার জন্য কতটা নিবেদিত এবং খেলার জন্য কতটা পাগল। সবসময় দলের জন্য চিন্তাভাবনা করে থাকেন। প্রধান উপদেষ্টার সঙ্গে এটা নিয়ে যদি কথা ওঠে তাহলে বলব, প্রত্যেক খেলোয়াড় সাকিব ভাইয়ের পাশে আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *