সাতক্ষীরায় চিকিৎসার নামে পরীক্ষা বাণিজ্য, প্রশাসনের দুর্বলতায় ক্ষোভে ফুঁসছে রোগীরা

সাতক্ষীরায় চিকিৎসার নামে পরীক্ষা বাণিজ্য, প্রশাসনের দুর্বলতায় ক্ষোভে ফুঁসছে রোগীরা
Daily Amader Kantha is an National News Agency of Bangladesh.
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

আক্তারুল ইসলাম ,সাতক্ষীরা

সাতক্ষীরা জেলাসহ বিভিন্ন  উপজেলার অধিকাংশ  ক্লিনিকে চিকিৎসার নামে চলছে শুধু পরীক্ষা-নিরীক্ষা! সাধারণ রোগীদের অভিযোগ,ক্লিনিকে ঢুকলেই দায়িত্বরত চিকিৎসক প্রাথমিক কথা বলেই একগাদা পরীক্ষার কাগজ ধরিয়ে দেন। কোনো রোগ নির্ণয়,সঠিক চিকিৎসা কিংবা পরামর্শ না পেয়ে রোগীরা হচ্ছেন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত,আর বাড়ছে শারীরিক ভোগান্তি।

কয়েকজন অভিভাবক জানান,বাচ্চাকে নিয়ে গিয়েছিলাম,শুধু বলেছে পরীক্ষা করান, কোনো ওষুধ বা চিকিৎসা দেয়নি,গরিব মানুষ,এত খরচ কোথা থেকে পাবো।স্থানীয়রা মনে করছেন, জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ কার্যত নিরব দর্শকের ভূমিকায় থাকায় এসব বেসরকারি ক্লিনিক বেপরোয়া হয়ে উঠেছে। নিয়ম-নীতি উপেক্ষা করে তারা সাধারণ রোগীদের সঙ্গে করছে প্রতারণা,আর টাকার বিনিময়ে চলছে ‘রোগ না শুনেই রিপোর্ট নির্ভর চিকিৎসা।

সচেতন মহলের দাবি, অবিলম্বে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে এসব ক্লিনিকের বিরুদ্ধে অভিযান চালিয়ে কঠোর ব্যবস্থা নিতে হবে,অন্যথায় ভেঙে পড়বে জনস্বাস্থ্যের ভরসা।রোগীদের একটাই প্রশ্ন,এই পরীক্ষার নামে হয়রানি আর কতদিন চলবে? প্রশাসন কি জেগে উঠবে না।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ