আক্তারুল ইসলাম, সাতক্ষীরা
তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হক’ এই স্লোগানে সাতক্ষীরার পাটকেলঘাটার সুরুলিয়া ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৯ জুন বেলা ১২ টায় পাটকেলঘাটার আজিজ কমপ্লেক্সে সুরুলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে এই কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো: রাশিদুল হক রাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা কলারোয়ার সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
এ সময় আরো বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপি সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাবেক যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, সাবেক সংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, জেলা কৃষক দলের যুগ্ম সম্পাদক আলী হোসেন, তালা উপজেলা কৃষক দলের সাবেক ডাঃ মামুনুর রশিদ খান, তালা উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ মোস্তফা হোসেন মন্টু, সরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রকিব, সদস্য মকবুল হোসেন, সরুলিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কাশেম প্রমুখ।
এ সময় অতিথির বক্তব্যে তিনি বলেন, দল মত র্নিবিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং কারো উপর কোন অন্যায় করা যাবে না। আগামীতে পাটকেলঘাটাকে উপজেলায় পরিণত করার প্রতিশ্রুতি দেন তিনি।