সাবেক এমপি শাহজাহান ওমর গ্রেপ্তারে কাঁঠালিয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

কাঁঠালিয়া প্রতিনিধিঃ

ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলায় সাবেক এমপি ব্যারিস্টার শাজাহান ওমর বীর উত্তম’র গ্রেফতারের খবরে কাঁঠালিয়ায় উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন।

আনন্দ মিছিল শেষে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন নিজাম মিরবর বলেন, যদিও আমরা আনন্দিত তবে এটা ভেবে খারাপ লাগে দীর্ঘ ৪০ টা বছর এই লোকটার সাথে আমরা রাজনীতি করেছি, তিনি দলের দুর্দিনে নেতাকর্মীদের বিপদে ফেলে স্বৈরাচারী হাসিনার দলে যোগ দিয়েছেন, দল ছেড়ে কেউ কোনদিন বড় হতে পারেনি তিনিও পারেননি, গত তিনদিন তার বিরুদ্ধে মিছিল মিটিং করেছি এবং তাকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করেছি তারপরও তিনি কোন হ্যাডামে ঝালকাঠি প্রবেশ করলো।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে ব্যারিস্টার শাহজাহান ওমরের (বীর উত্তম) গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই নিয়ে তিনি বাদী হয়ে মামলা করতে গেলে তাকে গ্রেফতার করে রাজাপুর থানা পুলিশ।

রাজাপুর থানার ওসি ইসমাইল হোসেন বলেন, কাঠালিয়ায় বিএনপি অফিস ভাঙচুরের মামলায় সাবেক এমপি শাহজাহান ওমরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

উল্লেখ্য, বিএনপির সঙ্গে প্রায় ৪০ বছরের রাজনীতিক সম্পর্ক শেষ করে দ্বাদশ সংসদ নির্বাচনের কয়েক দিন আগে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন শাহজাহান ওমর। দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে জয়ী হন তিনি। তবে গত ৫ আগস্টের পর থেকে পলাতক ছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *