সোনারগাঁ (নারয়ণগঞ্জ) প্রতিনিধি:
সোনারগাঁ প্রেসক্লাবের প্রচার সম্পাদক খায়রুল আলম খোকনের শ্বশুরের ইন্তেকাল আব্দুস সাত্তার (৭০) রোববার ইন্তেকাল করনে (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নিজ বাড়ি উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর গ্রামে তিনি গতকাল রোববার সকাল সাড়ে ৮টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বাদ আসর ভবনাথপুর কেন্দ্রীয় ঈদগা ময়দানে মরহুমের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে কবর দেওয়া হয়।
তার মৃত্যুতে সোনারগাঁ প্রেসক্লাবের সভাপতি এম এম সালাহউদ্দিন ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকসহ সব সদস্য গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।