ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধিঃ
পিরোজপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির পিরোজপুর জেলা শাখার আয়োজনে আফতাফ উদ্দিন কলেজ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ও জেলা সভাপতি মাওলানা মোঃ নুরুল আমিনের সভাপতিত্বে ও জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ইমাম হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা মোঃ আল—আমিন, বিশেষ অতিথি কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মোঃ সামসুল হক আনসারী প্রমুখ।
সভায় জেলার ৬টি উপজেলার ৯৯টি প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আমরা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় পাঠদান করালেও ৪০ বছর ধরে অবহেলিত। বিগত সরকার আমাদের আশা দিয়ে রেখেছে কিন্তু কাজের কাজ কিছুই করেনি। ইবতেদায়ী মাদ্রাসা বন্ধ হয়ে গেলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা ব্যাহত হবে। তাই আমাদের একটাই দাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) কর্তৃক স্টাডি রিপোর্টের আলোকে দ্রুত ব্যবস্থা গ্রহন করে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ করতে হবে।