বরিশাল প্রতিনিধি:
বরিশাল সরকারি ব্রজমোহন কলেজে (বিএম কলেজ) ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ও বুধবার (২৩ ও ২৪ সেপ্টেম্বর) কলেজ লাইব্রেরি ভবনের সামনে এ ক্যাম্পের উদ্বোধন করেন ইসলামী ছাত্রশিবিরের বরিশাল মহানগর শাখার সেক্রেটারি।
প্রথম দিনেই কলেজের এক হাজারেরও বেশি শিক্ষার্থী চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরামর্শ গ্রহণ করেন। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের এফসিপিএস চিকিৎসকরা মেডিসিনসহ বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
সেবা গ্রহণকারী শিক্ষার্থীরা জানান, বৃহৎ শিক্ষাপ্রতিষ্ঠানে এমন উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়। অর্থনৈতিক কারণে অনেক শিক্ষার্থীর পক্ষে নিয়মিত চিকিৎসা নেওয়া সম্ভব হয় না। তাই এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প শিক্ষার্থীদের জন্য সহায়ক ভূমিকা রাখবে।
বিএম কলেজ শাখা ইসলামী ছাত্রশিবির সভাপতি মো. শাহেদ খান বলেন, “শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। প্রায় ৩০ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত এ ক্যাম্পাসে সবার পক্ষে নিয়মিত চিকিৎসা নেওয়া সম্ভব নয়। ন্যূনতম স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এ আয়োজন করা হয়েছে।”
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল মহানগর সেক্রেটারি মোস্তাফিজুর রহমান বলেন, “সারাদেশেই ইসলামী ছাত্রশিবির শিক্ষার্থীবান্ধব কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় বিএম কলেজে এই মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী থেকে শুরু করে চতুর্থ শ্রেণির কর্মচারীরাও এ সেবা গ্রহণ করেছেন।”
এসময় আরও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগর সেক্রেটারি আব্দুর রহমান সুজন, প্রচাার ও প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম ইয়াসিন, কলেজ ও ছাত্র অধিকার সম্পাদক ওয়ালিদ আনসারী, বিএম কলেজ শাখা সেক্রেটারি নাহিদ হাসান এবং ছাত্র অধিকার ও আন্দোলন সম্পাদক আশরাফুল ইসলাম হাসিবসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।