এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে বিভাগীয় সমন্বয়ক সভা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

রাজশাহী ব্যুরোঃ

এইচপিভি ভাইরাসের ইনফেকশন থেকে জরায়ু ক্যান্সার হয় তাই এ ক্যান্সর থেকে রক্ষা পাওয়ার জন্য টিকা নিতে হবে। এনজিও প্রতিনিধিদের সাথে এক বিভাগীয় সমন্বয়ক সভায় রাজশাহীতে একথা বলা হয়েছে। সভায় বলা হয় জরায়ু ক্যান্সার প্রতিবছর পাঁচ হাজার রুগী মারা যায় তাই এ ভয়াবহ রোগ প্রতিরোধে বাচ্চা মেয়েদের টিকা নিয়ে ভবিষ্যৎ নিরাপদ করতে হবে।

আগামী ২৪ অক্টোবর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত এ ক্যান্সারের টিকা প্রদান করা হবে। ১০ বছর বয়স থেকে ১৪ বছরের কিশোরী মেয়েদের মধ্যে বিনামূল্যে এই ব্যয়বহুলটিকা প্রদান করা হবে। সভায় আরো জানানো হয় জরায়ু ক্যান্সারে প্রতিবছর ৩ লাখ মানুষ আক্রান্ত হচ্ছে। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার আনোয়ারুল কবিরের সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডাক্তার কামরুজ্জামান। সভায় রাজশাহী জেলার বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গতকাল দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ে সম্মেলন কক্ষে এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

এর আগে গত মঙ্গলবার দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে বিভাগীয় কমিশনার দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবিরের  সভাপতিত্বে অনুষ্ঠিত আরেকটি সভায় এইচপি ভি টিকাদান ক্যাম্পেইন ২০২৪ সফল করার সিদ্ধান্ত নেওয়া হয়।

 

 

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Contact with your
Creative & Technology Partner

Advertisement