এক রাতেই নাচোল পৌরসভার ঠিকাদারের ঘর গায়েব!

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নাচোল, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌরসভার ড্রেন নির্মান কাজের ঠিকাদারের শ্রমিকদের জন্য নির্মিত টিনের অস্থায়ী তিনটি ঘর এক রাতেই গায়েব হয়ে গেছে। নাচোল বাজারের রাতের পাহারাদার জহুরুল ইসলাম জানান, গত শনিবার রাতে পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হেলাল উদ্দিন ও ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মতিউর রহমান পৌরসভা প্রবেশের দক্ষিনে নির্মিত তিনটি টিনের ঘর ভেঙে রবিবার সকালে নিয়ে গেছেন। বিষয়টি স্থানীয়রা নাচোল পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারকে জানালে তিনি অভিযোগ দিতে বলেন।

এ বিষয়ে ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হেলাল উদ্দিন ও ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মতিউর রহমান জানান, কাউন্সিলরদের খরচে ড্রেন নির্মান কাজের শ্রমিকদের মালামাল ও তাদের থাকার জন্য ওই তিনটি অস্থায়ী ঘর নির্মান করা হয়েছিল। যেহেতু নির্বাচিত কাউন্সিরগণের আর কোন দায়ভার নেই। তাই তাদের খরচে নির্মিত টিনসেড ঘর ভেঙে নিয়ে গেছেন। এদিকে ড্রেনের পার্শে নয়নজুলিতে অর্থাৎ নেসকোর ট্র্যান্সফরমারের পাশে কাউন্সিররদের ছুটির দিনে বসার জন্য নির্মিত পাকা ঘরটি বর্তমানে নেশাখোর ও বখাটেদের আড্ডাখানায় পরিনত হয়েছে। এটি দ্রুত অপসরণ না করলে যে কোনসময় নেশাখোর ও বখাটেরা অঘটন ঘটাতে পারে বলে পৌরবাসী আশংকা প্রকাশ করেছেন। অন্যদিকে পৌর প্রশাসনকে না জানিয়ে ঠিকাদারের শ্রমিকদের জন্য নির্মত টিনসেড ঘর রাতারাতি গায়েব হওয়ার ঘটনাটি পৌর প্রশাসককে জানাতে গেলে তিনি অভিযোগ দিতে বলায় পৌরবাসী ক্ষুব্ধ প্রতিক্রি জানিয়েছেন।

 

 

 

 

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Contact with your
Creative & Technology Partner

Advertisement