এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়ায় যুবলীগ নেতা শামিম খলিফার পুকুরে রাতের আঁধারে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে ১৬ মে (বৃহস্পতিবার দিবাগত রাতে) উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ছলিমপুর গ্রামে।
ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, নীলগঞ্জ ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ শামীম খলিফা বর্তমানে জেল হাজতে রয়েছে। এই সুযোগে রাতে দুর্বৃত্তরা তার বাড়ির পুকুরে বিষ প্রয়োগ করে। এতে সিলভার কার্প, তেলাপিয়া, রুই, কাতল, মৃগেলসহ ছোট-বড় সব ধরনের মাছ মরে ভেসে ওঠে। যার আনুমানিক ক্ষতির পরিমাণ দেড় লক্ষাধিক টাকা বলে দাবি শামীম খলিফার স্ত্রীর।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, পুকুরে মাছ ভেসে থাকতে দেখে শামিম খলিফার পরিবারকে জানানো হয়। খবর পেয়ে প্রতিবেশীরা ছুটে আসেন এবং অনেকেই জাল দিয়ে মাছ তুলতে শুরু করেন। কেউ কেউ আবার মাছগুলো বাজারে বিক্রির উদ্দেশ্যে পাঠান। ঘটনার খবর ছড়িয়ে পড়লে, আশপাশের অনেকে পুকুরে নেমে ডুবে থাকা মাছ হাতড়িয়ে তুলে নিতে দেখা যায়।
এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এলাকাবাসী। তারা এ ধরনের ন্যক্কারজনক ঘটনাকে সামাজিক অবক্ষয়ের প্রতিফলন বলে উল্লেখ করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
শামীম খলিফার স্ত্রী তাসলিমা বেগম বলেন, “পরিকল্পিতভাবে কেউ বা কারা আমাদের এত বড় ক্ষতি করেছে। আমাদের অন্তত দেড় লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, “এখনও কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।