কেরানীগঞ্জে জনতার হাতে পাঁচ ভুয়া ডিবি পুলিশ আটক

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

আমাদের কণ্ঠ প্রতিবেদক:

কেরানীগঞ্জে  ডিবি পুলিশ পরিচয়ে যাত্রীবাহী বাস থেকে স্বর্ণ ব্যবসায়ীকে তুলে নেয়ার সময় পাঁচ ভুয়া ডিবি পুলিশের সদস্যকে আটক করেছে জনতা। পরবর্তীতে তাদেরকে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ডিবি পুলিশ ও র‌্যাবের বিশেষ জ্যাকেট, ওয়াকিটকি এবং হ্যান্ডকাফ উদ্ধার ও তাদের ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়। আটকৃতরা হল, বরিশালের গৌরনদী এলাকার মোঃ রুবেল(৪০), কিশোরগঞ্জ জেলার দুলু মিয়া (৪৫), নেত্রকোনা জেলার উৎপল(৪৬),মোঃ শরিফুল ইসলাম (৩৮) ও মোঃ আরিফ(৪২)।

মঙ্গলবার  রাতে কেরানীগঞ্জ মডেল থানাধীন রোহিতপুর বোডিং এলাকায় তাদেরকে আটক করে জনতা।

স্থানীয় সূত্রে জানাযায়,ঢাকা টু নবাবগঞ্জ রোডে নবকলি পরিবহনের একটি বাসে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে একটি মাইক্রোবাসে (ঢাকা মেট্রো-চ ১৯-৩৬৮৩) ০৬ জন আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে নবকলি বাসটিকে গতিরোধ করে। পরে তারা গাড়িটি তল্লাশি করে স্বর্ণ ব্যবসায়ীকে জোড় পূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় গাড়িতে থাকা অন্যান্য যাত্রীদের প্রতিরোধের মুখে ডিবি পুলিশের ভুয়া সদস্যরা গাড়ি থেকে নেমে মাইক্রোবাস যোগে ঢাকার দিকে  চলে যাওয়ার চেষ্টা করে। অপরদিকে নবকলি বাসের সুপারভাইজার তাৎক্ষণিক মোবাইল ফোনে রোহিতপুর স্ট্যান্ডে থাকা পরিবহন শ্রমিকদের জানালে তারা স্থানীয় লোকজন নিয়ে রোহিতপুর বোর্ডিং এলাকায় মাইক্রোটি আটক করে। এ সময় ডিবি পরিচয়ধারী ডাকাত সদস্যরা পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ডিবি পরিচয়দানকারি ৫ জনকে আটক করা হলেও মাইক্রো চালক পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে তাদের আটকে রেখে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে আটকৃতদের থানায় নিয়ে যায়। কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মনিরুল হক ডাবলু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আটককৃতদের থানা হেফাজতে রাখা হয়েছে। এ রিপোর্ট লেখার আগ পর্যন্ত এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

 

 

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Contact with your
Creative & Technology Partner

Advertisement