নিসা আক্তার দিনা, গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ
“আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জ সদর উপজেলায় মৎস্যজীবী, মৎস্যচাষী, বেকার যুবক-যুবতী ও নারী উদ্যোক্তাদের নিয়ে ২দিন ব্যাপী খাঁচায় মাছ চাষের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২মে) গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রশিক্ষকগণ প্রশিক্ষনার্থীদের খাঁচায় মাছ চাষের বিষয়ে বিভিন্ন উদাহরণ উল্লেখ করে উদ্বুদ্ধ করনের পাশাপাশি খাঁচা তৈরির পদ্ধতি, জলাশয় নির্বাচন, দেখভাল ও খাবার খাওয়ানোর নিয়ম ও লভ্যাংশের পরিমাণর ওপর গুরুত্ব আরোপ করেন। ২০২৪-২৫ অর্থবছরে মৎস্য অধিদপ্তরাধীন “দেশীয় মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধিত)” এর আওতায় ও অর্থায়নে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় গোপালগঞ্জ সদর এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। ২দিনের প্রশিক্ষণে মৎস্যজীবী, মৎস্যচাষী, বেকার যুবক-যুবতী ও নারী উদ্যোক্তা মিলে মোট ২৫ জন অংশগ্রহণ করেন।
সমাপনি অনুষ্ঠানে উপজেলা নিবার্হী অফিসার এম. রকিবুল হাসান ও গোপালগঞ্জ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী উপস্থিত থেকে অনুপ্রেরণা ও দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
এসময় দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার ও গোপালগঞ্জ প্রেস ক্লাব (জিপিসি)’র সাধারণ সম্পাদক মুন্সী সাদেকুর রহমান শাহীন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।