নিসা আক্তার দিনা, গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ
গোপালগঞ্জে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে অবৈধ মাছ ধরার যন্ত্রপাতি কারেন্ট জাল, চায়না দুয়ারি, চরঘেরা জাল, বাদাজাল ও চাই সহ অবৈধ জলাশয় স্হাপনা যেমন, ভেসাল জাল, কাঠা, বানা ও পাটা স্থাপনের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২২ মে) বিকাল সাড়ে তিনটা হতে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত মধুমতি চ্যানেল ও গোপালগঞ্জ পৌরসভা লেকে এ অভিযান পরিচালিত হয়। এসময় বেশকিছু কারেন্ট জাল, চায়না দুয়ারি, চরঘেরা জাল, বাদা জাল ও চাই, কাঠা, বানা ও পাটা জব্দ করে বিনষ্ট করা হয়।
চার ঘন্টার এ অভিযানে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক আবুল কালাম আজাদ, সহকারী কমিশনার রন্টি কুমার পোদ্দার ও গোপালগঞ্জ সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী। এছাড়াও আইনশৃংখলা রক্ষায় সহযেগীতা করেন বাংলাদেশ আনসার ব্যাটালিয়ানের চৌকস টিম। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তী দৈনিক আমাদের কন্ঠকে জানিয়েছেন।