মোঃ মহি উদ্দীন, ঝিনাইদহ
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক বাংলাদেশ জামায়াতে ইসলামের জেনারেল সেক্রেটারী এটিএম আজহারুল ইসলামের নামে আওয়ামী সরকারের প্রহসনমূলক মামলায় খালাস পাওয়ায় বাংলাদেশ ল’ইয়্যারস কাউন্সিল, ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে ঝিনাইদহ আদালত চত্বরে শুকরিয়া মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুরে ল’য়্যারস্ কাউন্সিল, ঝিনাইদহের সভাপতি এ্যাড. শফিউল আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ্যাড. রফিকুজ্জামান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশীদ বিশ্বাস।
এছাড়াও মিছিল সমাবেশে উপস্থিত ছিলেন কাউন্সিলের সহ -সভাপতি ও আইনজীবী সমিতির নির্বাহী পরিষদের সদস্য মোঃ আবু তৈয়ব, নির্বাহী পরিষদ সদস্য এ্যাড. মোশাররফ হোসেন-২, মোঃ ইহসান উল্লাহ, মোর্শেদ ইমাম বাবু, ল’ইয়ারস কাউন্সিলের সাংগঠনিক সম্পাদক মোঃ মুক্তার হোসেন, মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ। বক্তাগণ সাবেক আওয়ামী সরকারের জুলুম নির্যাতনের চিত্র তুলে ধরেন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক জামায়াতের জেনারেল সেক্রেটারী এটিএম আজহারুল ইসলাম’র প্রহসনমূলক মামলায় খালাস পাওয়ায় মহান আল্লাহ তায়ালার নিকট শুকরিয়া আদায় করেন।