নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে দেশ টেলিভিশনের সাংবাদিক আকরাম হোসেন ও তার পরিবারের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার ৯ মে রাত পৌনে ১০টার দিকে শহরের বাসাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পার্শ্বে হাসান সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
হামলায় অল্পের জন্য সপরিবারে প্রাণে রক্ষা পান সাংবাদিক আকরাম হোসেন ও তার পরিবার। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনা পরিদর্শন করে পুলিশ।
আকরাম হোসেন দেশ টেলিভিশনের নরসিংদী প্রতিনিধি ও নরসিংদী প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।
এরইমধ্যে এ ঘটনায় নিন্দা জানিয়েছে নরসিংদী প্রেসক্লাব, নরসিংদী সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন। তারা অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।
এ বিষয়ে সাংবাদিক আকরাম হোসেন জানায়, শুক্রবার রাত পৌনে দশটায় পরিবার নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের পাশের হাসান সিএনজি ফিলিং ষ্টেশনে গ্যাস নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় অজ্ঞাতনামা তিন যুবক ধারালো চাপাতি বের করে তাকে লক্ষ্য করে কুপ মারে। কিš‘ চাপাতির কুপটি লক্ষ্যব্রষ্ট হয়ে যাওয়ায় তিনি প্রাণে বেঁচে যান। এ সময় পরিবারের সদস্যদেরও হত্যার উদ্দেশ্যে আঘাত করার চেষ্টা করলে আকরাম হোসেন তা প্রতিহত করার চেষ্টা করেন। এক পর্যায়ে চাপাতির কুপটি তার গাড়িতে লেগে গাড়িটি ক্ষতিগ্র¯’ হয়। পরে তারা বিভিন্ন ধরনের গালাগাল এবং প্রাণনাশের হুমকি দিয়ে দৌড়ে পালিয়ে যায়। হামলার সময় তার সঙ্গে স্ত্রী, দুই বছরের শিশু ছেলে ও ভাগনি ছিল।
নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, বিষয়টি জানার পরেই পুলিশ ঘটনা¯’ল পরিদর্শন করেছে। পাশাপাশি সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আশা করছি দ্রুতই অভিযুক্তদের আইনের আওতায় আনা সম্ভব হবে।
নরসিংদীতে দেশ টেলিভিশনের সাংবাদিক ও তার পরিবারের উপর দুর্বৃত্তদের হামলা