মোঃ রফিকুল ইসলাম খান, পাইকগাছাঃ
পাইকগাছা থানা পুলিশের অভিযানে নাশকতা মামলার এজাহার নামীয় আসামিকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত আসামিকে শুক্রবার সকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে উপজেলার কপিলমুনি ইউনিয়নের তালতলা গোয়াল বাথান গ্রামের পরিমল ঢালীর ছেলে বৈষম্য বিরোধী মামলার এজাহার নামীয় আসামি ও নিষিদ্ধ আ’লীগের পাইকগাছা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান প্রার্থী সুকুমার ঢালীকে তাহার নিজ বাড়ি থেকে আটক করেছে। সুকুমার ঢালী থানার নাশকতা মামলার এজাহার নামীয় আসামি,মামলা নং-৫।
এ বিষয়ে পাইকগাছা থানার (ওসি তদন্ত) মোঃ ইদ্রিসুর রহমান উল্লেখিত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক নাশকতা মামলার এজাহার নামীয় আসামি সুকুমারকে শুক্রবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে