পাইকগাছায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ রফিকুল ইসলাম খান, পাইকগাছাঃ

পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সংলগ্নে মটরসাইকেল ও বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষে মটরসাইকেল আরোহী ফিরোজ মোড়ল(২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন।

বুধবার সকালে উপজেলার গদাইপুর ইউনিয়নের বোয়ালিয়া ব্রিজ সংলগ্ন মেইন রোডে গদাইপুর ইউনিয়নের নতুন বাজার থেকে ছেড়ে আসা একটি(ঋত) ১৫০ সিসির মোটরসাইকেল খুলনা-হ (১৪-০৯৪২) এর সাথে বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেল পাকা রাস্তার উপর মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাকা রাস্তার উপর ছিটকে পড়ে।

এতে মটরসাইকেল আরোহী সহ অন্যান্যরা মারাত্মক আঘাত প্রাপ্ত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহত ফিরোজের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খুলনা মেডিকেলে নেওয়ার পথে মটরসাইকেল আরোহী ফিরোজের মৃত্যু হয়।

নিহত ফিরোজ উপজেলার মটবাটি গ্রামের ইসলাম মোড়লের ছেলে। এবং আহত মটরসাইকেল ড্রাইভার উপজেলার চেচুয়া গ্রামের মেয়াজান আলী গাজী’র ছেলে আরাফাত(২৭) ও বাইসাইকেল চালক উপজেলার হিতামপুর গ্রামের কৃষ্ণ বিশ্বাসের ছেলে প্রসেনজিৎ বিশ্বাস(২৫)। আহতদের কে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক জানান, সকালে মটরসাইকেল ও বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষে তিন জন আহত হয়।

আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়, একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে পাঠানো হয়। কিন্তু খুলনায় যাওয়ার পথে একজনের মৃত্যু হয়।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Contact with your
Creative & Technology Partner

Advertisement