গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গত শনিবার ১১মে ২০২৫ ইং তারিখে আনুমানিক রাত ৯ ঘটিকার সময় পূজা সরকার (১৭) নামের এক কিশোরী গোপালগঞ্জ শহরের নিজ বাসা হতে নিখোঁজ হয়। পরিবারের লোকজন তাঁদের আত্মীয়-স্বজন ও পরিচিত জন সহ বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করিয়া তার সন্ধান পায়নি।
এবিষয়ে নিখোঁজ পূজার বড়বোন মৌসুমী সরকার দোলা গত শনিবার ১১মে ২০২৫ ইং তারিখ রাতে গোপালগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন, যার নম্বর-৫৭৯।
যদি কোন সহৃদয় বান ব্যক্তি উক্ত নিখোঁজ কিশোরীর সন্ধান পান/ দিতে পারেন তাহলে বড়বোন মৌসুমী সরকার দোলার ০১৯৫৮৩৪১১৪৪ মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করতে বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন।