বরগুনায় হঠাৎ ডায়রিয়ার প্রকোপ, নারীর মৃত্যু

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ আসাদুজ্জামান , বরগুনা

ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে বরগুনা সদর হাসপাতালে হালিমা বেগম (১০৫) বয়সের এক নারীর মৃত্যু। তার বাড়ি বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের বড়ইতলা গ্রামে। তিনি মৃত্যু হাতেম আলীর স্ত্রী। পেটে ব্যথা নিয়ে গতকাল তিনি বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতে ভর্তি হয়ে ছিলেন। রোগীর অবস্থা অবনতি হয়ে আজ শনিবার (৩ মে) সকাল ১১ টায় মৃত্যু হয় হালিমা বেগমের। এছাড়া বরগুনায় প্রতিদিন ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পাচ্ছে।

গত ২৪ ঘন্টায় ১০৬ জন ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে বরগুনা সদর হাসপাতালে ভর্তি রয়েছে। ডায়রিয়া আকান্ত রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে চিকিৎসক ও নার্সরা। পর্যাপ্ত পরিমাণ হাসপাতালে বেড না থাকায় মেঝেতে ঠাই হয়েছে ডায়রিয়া রোগীদের।   প্রত্যন্ত গ্রামাঞ্চলের অধিকাংশ রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না এসে স্থানীয় পল্লী চিকিৎসকদের কাছে চিকিৎসা নিচ্ছেন।

বরগুনা জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে,গত ২৪ ঘন্টায় বরগুনায় জেনারেল হাসপাতালে  ১১৫ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছে। গত এক সপ্তাহ জেনারেল হাসপাতালে ২৫৬ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে।

এদিকে বরগুনা সদর হাসপাতালে গতকাল ১০৬ জন ডায়রিয়া আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এসব রোগীদের সেবা দিতে চিকিৎসকদের হিমশিম পেতে হচ্ছে ।  হাসপাতাল কতৃপর্ক্ষ জানিয়েছেন হাসপাতালে পযাপ্ত পরিমান কলেরা ও খাবার স্যালাইন রয়েছে।

 

 

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Contact with your
Creative & Technology Partner

Advertisement