মোঃ শাহ্ আলম মন্ডল, বিরামপুর (দিনাজপুর)
দিনাজপুরের বিরামপুর থানা পুলিশ গতকাল শুক্রবার বিকেলে মতিয়ার রহমান বুদা (৬৫) নামের এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে।
তদন্ত কর্মকর্তা থানার উপ-পরিদর্শক এরশাদ আলী জানান, উপজেলার দিওড় ইউনিয়নের বেপারীটোলা গ্রামের মৃত: আলিমুদ্দিনের ছেলে মতিয়ার রহমান বুদা নিজ বাড়িতে একাই বসবাস করতেন। তার স্ত্রী অনেক আগে মৃত্যু বরণ করেছে এবং সন্তানেরা অন্য জায়গায় বসবাস করে। শুক্রবার বিকেলের দিকে বুদার বাড়ি থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশিরা পুলিশে সংবাদ দেন। পুলিশ নিজ বসত ঘর থেকে বুদার লাশ উদ্ধার করেছে। পুলিশের ধারণা, ২/৩ দিন আগে ঐ বৃদ্ধের মৃত্যু হতে পারে। উদ্ধার করা লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় থানায় আপাতত একটি ইউডি মামলা দায়ের হয়েছে এবং পরবর্তীতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তদন্তকারী কর্মকর্তা জানান।