বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা:
দিনাজপুরের বিরামপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের ৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করে শনিবার (২৪ মে) দিনাজপুর আদালতে সোপর্দ করেছে।
থানা সূত্রে জানা গেছে, বিরামপুর থানা পুলিশ শুক্রবার দিবাগত মধ্যরাতে বিশেষ অভিযানে নামেন। এসময় উপজেলার ১নং মুকুন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম (৫২), মুকুন্দপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান (৫৩), মুকুন্দপুর ফাজিল মাদ্রাসার শিক্ষক ও আওয়ামীলীগ কর্মী জাকিরুল ইসলাম (৪৮) এবং ৭নং পলিপ্রয়াগপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জুকে(৬০) আটক করেছেন।
বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, পূর্বের রুজুকৃত রাজনৈতিক মামলার সংশ্লিষ্টতায় গ্রেফতার দেখিয়ে আসামিদের শনিবার দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।