বোয়ালমারীতে জমি সংক্রান্ত বিরোধের ঘটনায় মামলা হওয়া সত্ত্বেও আসামি গ্রেপ্তারে গড়িমসি পুলিশের

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতিবেদকঃ

ফরিদপুরের বোয়ালমারীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মাইনুর রহমান উজ্জল নামে একজনকে পিটিয়ে গুরুতর জখম করার ঘটনায় থানায় মামলা হওয়া সত্ত্বেও আসামি গ্রেপ্তারে গড়িমসি করছে পুলিশ।

জানা যায়, গত ২১ এপ্রিল দুপুরে দেশীয় অস্ত্রে-গছে সজ্জিত হয়ে প্রতিপক্ষ সোহেল ওরফে নাসির (৩০), পারভেজ আলম (৩৫), রাসেল কবির (৪৫) এবং তাদের পিতা-বাদশা মোল্যাহ (৬৫) মিলে হত্যার উদ্দেশ্যে মাইনুর রহমান উজ্জল ওপর অতর্কিত হামলা করে। আহত অবস্থায় এলাকাবাসী তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরে  অবস্থার অবনতি হলে ফরিদপুর সদর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় উজ্জলের স্ত্রী মারিয়া আক্তার বাদী হয়ে ২২ এপ্রিল তারিখে বোয়ালমারী থানায় একটি মামলা করেন ।

বাদী মারিয়া আক্তার জানায়, মামলার ১ মাস পার হলেও মামলার আইও এসআই বোরহান উদ্দিন আসামিদের এখনো ধরতে পারেনি মামলার কোনো সুরাহা দেননি। এদিকে মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দিচ্ছে প্রতিপক্ষ।

আমাদের কন্ঠ প্রতিনিধি মামলার বিষয় ও আসামি ধরতে গড়িমসি কেন করছেন মামলার আইও জানতে চাইলে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বিষয়টি এড়িয়ে গেছেন ।তিনি আরও বলেন, মামলা তুলে  নিতে বাদীপক্ষ প্রাণনাশের হুমকির শিকার হয়ে থাকলে থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

 

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Contact with your
Creative & Technology Partner

Advertisement