ব্রাহ্মণবাড়িয়ায় শিশু একাডেমির আয়োজনে ১২৬তম নজরুল জন্মজয়ন্তী উদযাপন

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

শিশু একাডেমিতে কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে।রবিবার ২৫মে (১১ জৈষ্ঠ্য) বিকাল ৫টায় স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি ব্রাহ্মণবাড়িয়া শাখার যৌথ আয়োজনে এ অনুষ্ঠান করা হয়ে। অনুষ্ঠানে আলোচনা, আবৃত্তি, সঙ্গীত পরিবেশন ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ মেজিস্ট্রেট মো. শরীফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন চিনাইর ডিগ্রি কলেজের অধ্যাপক কবি মহিবুর রহিম, প্রবর্তক আবৃত্তি সংসদের সভাপতি ও আবৃত্তি প্রশিক্ষক সোহেল আহাদ ও ব্রাহ্মণবাড়িয়া জাদুঘরের অন্যতম প্রতিষ্ঠাতা ফেরদৌস রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশু একাডেমির কর্মকর্তা মাহফুজা আকতার ও পরিচালনা করেন সবুজ মোল্লা।বক্তারা বলেন, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম সংগ্রামের মাঝে বেড়ে উঠেছেন বলেই তিনি দুখু মিয়া নামে পরিচিত হয়ে উঠেন। তিনি কবিতা এবং সাহিত্য দুটি বিষয়ে সমানভাবে অবদান রেখেছেন। তাঁর লেখা বাংলা সাহিত্যে অমর হয়ে আছেন।অনুষ্ঠানের শেষে আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে মূল্যবান বই পুরস্কার প্রদান করা হয়। উল্লেখ্য, গত ২২ মে, শিশু একাডেমির আয়োজনে আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Contact with your
Creative & Technology Partner

Advertisement