এজাজ চৌধুরী, মঠবাড়িয়া প্রতিনিধিঃ
পিরোজপুরের মঠবাড়িয়ায় আলোচিত তামিম হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। তদন্তে জানা যায়, মাত্র ১০০ টাকা নিয়ে পূর্বের বিরোধের জেরে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। ঘটনার মূলহোতা হিসেবে আটক করা হয়েছে দুই জনকে।
গ্রেফতারকৃত আসামিরা হলো—বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার পূর্ব লেমুয়া গ্রামের রিপন হাওলাদারের ছেলে রিয়াজ হাওলাদার এবং পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের তোতা মিয়ার ছেলে রমজান।
তারা দুজনই দোস স্বীকার করে নেন পুলিশের কাছে।
পুলিশের বিভিন্ন সূত্র ধরে ওসি তদন্ত মো. আব্দুল হালিম তালুকদারের নেতৃত্বে এসআই রুহুল আমিন, এসআই শহিদুল ইসলাম ও এসআই আবুল হাসান একটি সোর্সিয়াল ফোর্স নিয়ে অভিযানে নামে। ভোর ৪টার দিকে পাথরঘাটা থেকে রিয়াজকে এবং তার দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে ভোর ৫টার দিকে মঠবাড়িয়া থেকে রমজানকে আটক করা হয়।
তদন্তে আরও জানা যায়, হত্যার পর নিহত তামিমের অটো গাড়িটি ৩০ হাজার টাকায় বিক্রি করে দেয় আসামিরা এবং ৩০ হাজার টাকা সবাই ভাগবাটোয়ারা করে নেন।
মঠবাড়িয়ায় থানার ওসি তদন্ত মো.আব্দুল হালিম জানান,পুলিশের এই সফল অভিযানে আলোচিত এই হত্যা মামলার রহস্য উদঘাটন হয়েছে এবং মূলহোতা গ্রেফতার হয়েছে বাকিদের গ্রেফতার করা চেষ্টা চলছে।