রূপগঞ্জে অটো ছিনতাই করতে গিয়ে আটক ৭

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃআবু কাওছার মিঠু ,রূপগঞ্জ  নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়নগঞ্জের রূপগঞ্জে  অটোরিকশা ছিনতাই করার সময় ৭ মহিলাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা।আজ রবিবার  সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের টানমুশুরী এলাকায় এই ঘটনা ঘটে।

জানা গে‌ছে, কাঞ্চন ব্রীজ বাসস্ট্যান্ড থেকে উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার কথা বলে মোক্তার এর (৩১) অ‌টো‌রিকশায় ও‌ঠে বাচ্চা সহ ৭ মহিলা। পরে অটোরিকশা চালক তাদেরকে নিয়ে কিছুদূর যাওয়ার পর টানমুশুরী  এলাকায় পৌঁছালে অচেতন করার জন্য স্পে করে,  পরে অ‌টো চালক মোক্তার অটোরিকশা চালক বুঝতে পেরে চোর বলে চিৎকার দিলে ৭ মহিলাকে স্থানীয়রা ধরে ফেলেন। অটোচালক মোক্তারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

পরে ছিনতাইকারী চক্রের   ৭জনকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে স্থানীয়রা।এ সময় উৎসুক জনতা অভিযোগ করে বলেন, গত কয়েকদিন যাবৎ দিন-দুপুরে এভাবেই কৌশলে  কোথাও যাওয়ার কথা বলে দলবেঁধে  অটো চালকদের সঙ্গে করে নিয়ে যাওয়ার সময় স্পে মেরে, অস্রের ভয় দেখিয়ে অটো নিয়ে যায়। এরকম ফাঁদে পড়ে ইতোমধ্যে অনেকেই গাড়ি খুঁইয়ে নি:স্ব হয়েছেন।

রূপগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ লিয়াকত আলী বলেন ,ঘটনাটি শুনেছি  তবে সুস্থ তদন্ত  মাধ্যমে আইনের আওতায় নিয়ে আসবো ।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Contact with your
Creative & Technology Partner

Advertisement