শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে গাইবান্ধায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

গাইবান্ধা প্রতিনিধিঃ

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবি আদায়ের বুধবার বাকবিশিস গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে লক্ষ্যে শহরের ডিবি রোড গানাসার্স মার্কেটের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে ১১ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসক বরাবরে প্রদান করেন। বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশস) গাইবান্ধা জেলা শাখা এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

প্রভাষক অশোক কুমার সাহার সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন সংগঠনের জেলা সভাপতি নেয়ামুল হাসান পামেল, সহ-সভাপতি অধ্যাপক শফিউল ইসলাম, আসাদুজ্জামান প্রামানিক, মাছুমা আকতার, ফেরদৌস আলম, তোফাজ্জল হোসেন, সাজেদুল কবির প্রমুখ।

বক্তারা শিক্ষা ব্যবস্থার জাতীয়করণ, অসাম্প্রদায়িক, বৈষম্যহীন, সর্বজনীন বিজ্ঞানমস্ক শিক্ষা ব্যবস্থা প্রবর্তন, পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও বাড়ি ভাড়াসহ ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঐক্যবদ্ধ শিক্ষা আন্দোলন গড়ে তোলার আহবান জানান। এমপিওভূক্ত শিক্ষক কর্মচারীরা এক হাজার টাকা বাড়ি ভাড়া, ২৫% উৎসব ভাতা, ৫শ চিকিৎসা ভাতা পেয়ে থাকেন। উপরন্ত বেতন থেকে ৪% কর্তন করা হয়। ইউনেস্কের সুপারিশ অনুযায়ী শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জোর দাবি জানান বক্তারা।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Contact with your
Creative & Technology Partner

Advertisement