সাঘাটায় বিদ্যুৎ স্পৃষ্টে তিনজনের মৃত্যু

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

মোঃ জিল্লুর রহমান ,সাঘাটা, গাইবান্ধা

গাইবান্ধার সাঘাটা উপজেলা  বিদ্যুৎস্পৃষ্টে তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কামালেরপাড়া এলাকায় ঘরের অবকাঠামো নির্মাণ করার সময়  টিনের বেড়ার সাথে বিদ্যুৎতায়িত হলে ভুলে সেই টিনে হাত দিয়ে ধরায় বিদ্যুৎ স্পৃষ্টে হয়। তাঁদেরকে উদ্ধার করে সাঘাটা হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন কামালের পাড়ার মৃত সাহেব আলীর পুত্র আফজাল (৬৫),  একরামুলের পুত্র মোশারফ( ২৬), মকবুলের পুত্র মিলন (৩০)।

জানা গেছে, মকবুলের পুত্র মিলনের ঘরের চালের উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তাঁর থেকে তার ঘরে বিদ্যুৎতায়িত হয়।  মিলন দুপুরে ঘর থেকে বের হয়ে হঠাৎ বারান্দার টিন ধরে চিৎকার করতে থাকলে আফজাল মিলনকে উদ্ধার করতে যায়। মিলনের ও আফজালের   চিৎকার করতে থাকে এসময় তাঁকে বাঁচাতে মোশাররফ সেখানে যায়।  একে অপরকে উদ্ধার করতে গেলে বিদ্যুৎতায়িত হয়ে তিনজনেই গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাঁদেরকে উদ্ধার করে সাঘাটা হাসপাতালে আনার সময় পথিমধ্যে তিনজনই মৃত্যুবরণ করেছে।

সাঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, বিদ্যুৎ স্পৃষ্টে তিনজনকে চিকিৎসার জন্য এনেছিল। তাদের বিপিসহ বিভিন্ন কিছু চেক করে দেখা গেছে হাসপাতালে আনার কমপক্ষে ২০ থেকে ৩০ মিনিট পূর্বেই তারা মারা গেছেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Contact with your
Creative & Technology Partner

Advertisement