সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
সোনারগাঁ উপজেলার পৌর এলাকার সাহাপুর গ্রামে জোরপূর্বক জিয়াউদ্দিন ও তার লোকজন জসিমউদ্দিন ভূঁইয়ার জমি দখল করে স্থাপনা নির্মাণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যপারে জসিমউদ্দিন ভূঁইয়া বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। দায়ের করা লিখিত অভিযোগ থেকে জানা যায়, জসিমউদ্দিন ভূঁইয়ার সাথে জিয়াউদ্দিনের দীর্ঘদিন যাবত জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। সম্প্রতি জিয়াউদ্দিন ও তার লোকজন দেশীয় অস্ত্র রামদা, লোহার রড ও ছুরি নিয়ে মহড়া দিয়ে জমিসউদ্দিনের জায়গার বেশ কিছু অংশ জোর করে দখল করে নেয়। এ সময় বাড়ির টিনের চাল ভেঙ্গে বিভিন্ন ফলের গাছ জোরপূর্বক কেটে ফেলে।
এ ঘটনায় বাঁধা দিতে গেলে জিয়াউদ্দিন ও তার লোকজন জমিসউদ্দিকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।
ভুক্তভোগী জসিমউদ্দিন ভূঁইয়া জানান, আমার প্রতিপক্ষ জিয়াউদ্দিন জীবন ও তার স্ত্রী সাজেদা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য ব্যবসার সাথে জড়িত। সে নিজে অতিরিক্ত মাদকসেবন করার কারণে মাদকাসক্তি চিকিৎসা ও পূণর্বাসন কেন্দ্রে দীর্ঘদিন ভর্তি ছিল।
২০২৩ সালে সে আল্লাহ ও নবীকে কটাক্ষ করার দায়ে গ্রেপ্তার হয়। এছাড়া এলাকায় মাদক, চুরি ও ছিনতাইয়ের একাধিক ঘটনার সাথেও সে জড়িত। এ জন্য তাকে অনেকবার জেলে যেতে হয়েছে এবং তার ব্যাপারে একাধিক মামলাও রয়েছে। সন্ত্রাসী গ্রুপের সাথে সখ্যতা থাকার কারণে ভয়ে তার বিরুদ্ধে কিছুই বলা যায় না।
তিনি আরো জানান, জীবন আমার কাছে পার্শ্ববর্তী জায়গায় ৩২ পয়েন্ট সম্পত্তি বিক্রি করে আমাকে জায়গা বুঝিয়ে না দিয়ে প্রতারনা করে আমার জায়গা তার নিজ নামে খারিজ করে নিয়েছে।
এ ব্যপারে কোন প্রতিবাদ করতে গেলেই ভাড়াটে সন্ত্রাসী ও রাজনৈতিক ক্ষমতার দাপট দেখিয়ে আমাকে ও আমার পরিবারের লোকজনদের সম্পত্তি থেকে চিরতরে উচ্ছেদ করার হুমকি দেয়।
এ ব্যাপারে প্রতিপক্ষ জিয়াউদ্দিন জানান, আমি কারো জমি দখল করিনি। আমার নিজস্ব জমিতেই স্থাপনা নির্মান করছি।
সোনারগাঁ থানার এস.আই রতন বৈরাগী জানান, এ সংক্তান্ত একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।